কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অপু বিশ্বাসকে সংবর্ধনা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৫ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১২

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সংবর্ধনা দেওয়া হলো বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। বইমেলার আয়োজক বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ বিশিষ্টজনরা অভিনেত্রীর হাতে বিশেষ উপহারও তুলে দেন।

গত ৩০ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হঠাৎই সেখানে হাজির হন অপু বিশ্বাস। প্রথমে নায়িকা যান বঙ্গ ভবনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভেলিয়নে। এরপর পুরো বইমেলা ঘুরে দেখেন। পরে তাকে দেওয়া হয় সংবর্ধনা।

এ সময় অপু বিশ্বাস বলেন, ‘আমার দেশের সংবাদ মাধ্যমের পরিচিত মুখগুলোকে দেখে ভালো লাগছে। এর আগে কলকাতায় ইন্দো-বাংলাদেশ প্রেসক্লাব আমাকে সংবর্ধনা দেয়। কলকাতা বইমেলায়ও আসার সৌভাগ্য হলো। বইমেলায় সংবর্ধনা পাওয়া অনেক গর্বের। আমার মনে হয় শিক্ষার শুরু যেখান থেকে, মানুষ যেখান থেকে নিজেকে তৈরি করতে পারেন, তার নাম বই। তাই আমার কাছে বইমেলা একটা ভালো লাগার জায়গা।’

অভিনেত্রী বলেন, ‘একুশের বইমেলা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন এবং ৪৬তম কলকাতা বইমেলায় উদ্বোধন করেছেন মুধ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। দুজনেই জননেত্রী। তবে কলকাতার বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ান অন্য একটা গুরুত্ব পায়, দিশার দিক থেকে, ভালোবাসার দিক থেকে। তাই অনেক বাংলাদেশি এই বইমেলায় অংশগ্রহণ করেন।’

নিজের বইপড়া সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘বন্ধুত্ব শুরু হয় ছোটবেলা থেকে। ছোটবেলায় আমার বন্ধুত্ব হয়েছিল মীনা কার্টুনের বই দিয়ে। আসলে বইয়ের বাইরে আমরা কেউ নই। এখানে যেমন বাংলাদেশি বইয়ের গুরুত্ব পায়, তেমন নিশ্চয়ই একদিন বাংলাদেশেও পশ্চিমবঙ্গের বই যাবে।’

এ সময় অপু বিশ্বাস তার অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘লাল শাড়ি’ নিয়েও কথা বলেন। নায়িকা জানান, কাজ প্রায় শেষ। সুন্দর একটা দিন দেখে ঈদের মধ্যে মুক্তি দিতে চান। সরকারি অনুদানের এ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে আছেন সাইমন সাদিক। পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :