চট্টগ্রামে কাঁচাবাজারে আগুন, ৪০ দোকান পুড়ে ছাই

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৪
অ- অ+

চট্টগ্রাম শহরের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন লেগে অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনে কাঁচাবাজারের তিনটি শেডে চাল, মুদি, সবজির দোকান মিলিয়ে ৪০টির মতো দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ জানতে পারিনি। মসলা গুঁড়ো করার দোকান থেকে আগুন লাগে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা