এশিয়া কাপ
ভেন্যু নিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ, মার্চের পরে সিদ্ধান্ত

এশিয়া কাপর ২২তম আসর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভারত। এরপর থেকেই শুরু হয় সমস্যা। অতপর জানা গেল ভারতের জন্যই পাকিস্তানে হবে না এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। আর মার্চ মাস পর্যন্তও আসবে না কোনো সিদ্ধান্ত।
আসন্ন এশিয়া কাপের ভেন্যু জটিলতা নিয়ে বাহরাইনে আলোচনায় বসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) উচ্চপদস্থ কর্মকর্তারা। সিদ্ধান্ত এই আলোচনায় আসেনি কোনো সিদ্ধান্ত। তাই আগামী মার্চ মাসে আইসিসির বৈঠকে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে করা হচ্ছে। কিন্তু সেটাও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘সব দেশের উপস্থিতিতে গঠনমূলক আলোচনা হয়েছে। আয়োজকদের নাম ঘোষণা মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়, ভারত কোনোভাবেই পাকিস্তানে যাবে না। তাই প্রতিযোগিতাকেই স্থানান্তরিত করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মারা এ ধরনের প্রতিযোগিতায় না খেললে স্পনসররা কেউ আসবে না।’
এদিকে আসন্ন এশিয়া কাপ আয়োজনে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতই। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির আলোচনার পর থেকেই এই তথ্য পাওয়া যায়।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

টানা ষষ্ঠ জয়ে শীর্ষে মাশরাফির রূপগঞ্জ

প্রথম জয় পেল মোহামেডান

সাকিব-লিটনকে নিয়ে আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

যেকারণে কলকাতার অধিনায়ক করা হয়নি সাকিবকে

ভাড়া করা বিমানে করে ভারতে গেলেন মোস্তাফিজ

নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ালিফিকেশনের কাছাকাছি প্রোটিয়ারা

আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারাল গুজরাট

বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষা করছেন মেসি!

আইরিশদের হোয়াইটওয়াশ করা হলো না টাইগারদের
