বগুড়ায় ভুট্টা ক্ষেত থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭) নামে এক নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার আমরুল ইউনিয়নে রামপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

শনিবার বিকাল থেকে শাহরিয়ার ইসলাম রিয়াজ নিখোঁজ ছিলেন।

নিহত রিয়াজ ঐ ইউনিয়ন পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়া ছেলে। তিনি শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, রিয়াজ শনিবার বিকালে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় রবিবার সকালে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়রি করে রিয়াজের মা। পরে সন্ধ্যায় স্থানীয়দের খবরে পুলিশ ভূট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, লাশের বুকসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশটিতে ঐ জমিতে ফেলে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা