রংপুর মেডিকেল হাসপাতালের অনিয়ম-দুর্নীতি, সত্যতা পেল দুদক

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে এসে সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক।

সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে দুদকের ৪ সদস্যের একটি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোরসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। জরুরি বিভাগে অতিরিক্ত টাকা আদায়সহ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের সত্যতা পান। এছাড়াও বকশিস, ট্রলি বাণিজ্য, চিকিৎসায় অবহেলাসহ নানা অভিযোগেরও প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ সময় দুদক সদস্যরা হাসপাতালের উপ-পরিচালক আ.ম আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন। এ সময় হাসপাতালের উপ-পরিচালক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দুদক কর্মকর্তাদের।

দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, ঢাকা প্রধান কার্যালয় থেকে ৫ ফেব্রুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া যায়। সেটির তদন্তে এসে সেবা নিতে কর্মচারীদের বখশিস দিতে হয় এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সেই সঙ্গে ওয়ার্ডগুলোতে রোগীরা ঠিকমত সেবা পাচ্ছে না। আমরা এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠাব। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ.ম আখতারুজ্জামান জানান, দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছেন। আমি ও পরিচালক স্যার এ হাসপাতালে নতুন এসেছি। আমরা দুজনে বসে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার: আমির হোসেন আমু

বিএনপি ক্ষমতায় আসার জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: কামরুল ইসলাম

ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কেন্দুয়ায় ফুটবল ও কেরাম খেলা নিয়ে পৃথক সংঘর্ষে নিহত ২

শেখ হাসিনার সরকার থাকলে উন্নত বিশ্বের কাতারে পৌঁছতে সময় লাগবে না: আরিফুর রহমান দোলন

হরিণাকুণ্ডুতে গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে ‘উষা ফাউন্ডেশন’ লাপাত্তা

রাষ্ট্রের মালিক জনগণ তারা যেন আদালতে এসে বিচার থেকে বঞ্চিত না হয়: প্রধান বিচারপতি

২৬ বছর অন্যের ঘরের বারান্দায় জীবন পার, প্রধানমন্ত্রীর কল্যাণে পেলেন পাকা ঘর

হবিগঞ্জে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কাশিনাথপুর ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :