টঙ্গীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮
অ- অ+

টঙ্গীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে পশ্চিম আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশিমপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মোশারফ মিয়া (২০)। তিনি টঙ্গী পশ্চিম আরিচপুর এলাকার জনৈক নূরু মিয়ার ভাড়া বাড়িতে বাস করতেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক(এসআই)নজরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরের শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোশারফ ও শিশুটির পরিবার একই বাসার পাশাপাশি দুইটি কক্ষে ভাড়া থাকতেন।সোমবার রাতে শিশুটি তার কক্ষে গেলে মোশারফ তাকে ধর্ষণের চেষ্টা করেন।এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে যুবক পালিয়ে যায়। পরে শিশুটির মা রাতেই থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ অভিযুক্ত মোশারফকে থানায় নিয়ে যায়।

শিশুটির মা বলেন, আমরা একই বাড়িতে পাশাপাশি দুইটি কক্ষে বাস করি।আমার শিশু মেয়ে প্রায়ই মোশরফের কক্ষে যেতো।গত(সোমবার) বিকেলে রুমে গেলে মোশারফ ধর্ষণের চেষ্টো করে। মঙ্গলবার থানায় মামলা করেছি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে খবর পেয়ে অভিযুক্ত তরুণকে থানায় নিয়ে আসে পুলিশ। পরদিন মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা