ঢাকার সিজেএম আদালতের মালখানায় আগুনে পুড়েছে মামলার আলামত

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১
অ- অ+

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের আন্ডারগ্রাউন্ডে মামলার আলামত রাখার কক্ষে (মালখানা) লাগা আগুনে মামলার বেশ কিছু আলমত পুড়ে গেছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রনের আসার পর ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘আমরা দুপুর ১টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ঢাকা চিফ জুডিশিয়াল আদালতের বেজমেন্টে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১টা ২৭ মিনিটের দিকে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

‘পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।’

আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৩ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান সংস্থাটির পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন লাগার পরপরই ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় থাকা আসামিদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/আরজেড/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা