ফের সাম্বা ডি’অর জিতলেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪

ষষ্ঠবারের মতো সাম্বা গোল্ড এ্যাওয়ার্ড বা সাম্বা ডি’অর জিতলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ইউরোপে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে দেয়া হয় এই পুরস্কার।

২০০৮ সালে প্রথমবার এই পুরস্কারটি জয় করেছিলেন কাকা। এরপর ২০১৪ প্রথমবার সাম্বা অ্যাওয়ার্ড জেতেন নেইমার। পরেরবারও পুরস্কারটি নিজের অধীনেই রাখেন তিনি। এক বছর পর ২০১৭ আবারও জেতেন নেইমার। এরপর ২০২০, ২০২১ ও ২০২২ সালে টানা তৃতীয় সাম্বা ডি’অর নিজের করে নিলেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, মোট ৩০ ফুটবলার পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার জায়গা পেয়েছেন। লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ ফুটবলার ভিনিসিয়াস, রাফিনহা, রডরিগো ও এডার মিলিটাও। লা লিগা থেকে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন এই তালিকায়।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :