ভোলায় যুবলীগ নেতাকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
অ- অ+

ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. নুরনবী নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়ে নগদ ৬০ হাজার টাকা, মোটরসাইকেল, সরকারি পুকুর লিজ নেয়ার প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইলফোন ছিনতাই করে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ সময় তাকে বেধম মারধর করছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে সন্ত্রাসীদের বাঁধার মুখে তিনি থানায় অভিযোগ দিতে পারেনি। হামলার শিকার মো. নুরনবী উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের বাসিন্দা।

হামলার শিকার যুবলীগ নেতা মো. নুরনবী অভিযোগ করে জানান, সকালের দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে সরকারি একটি পুকুর লিজ নেয়ার জন্য তজুমদ্দিন উপজেলা পরিষদে যাচ্ছিলেন। এ সময় দুপুর ১২টার দিকে উপজেলায় পরিষদ চত্বরে উপস্থিত হলে সেখানে আগ থেকে অবস্থান করা চিহ্নিত সন্ত্রাসী আলাউদ্দিন ও ফারুকের নেতৃত্বে আরো ৪-৫জন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে থামিয়ে এলোপাথারি মারধর করে তার ব্যবহৃত ওয়ালটন মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, পুকুর লিজ নেয়ার প্রয়োজনীয় কাগজপত্র ও পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে তিনি এ বিষয়ে অভিযোগ দিতে থানায় যেতে চাইলে থানার সামনে থানা সন্ত্রাসীদের বাঁধার মুখে থানায় ডুকতে পারেননি।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, তিনি মোটরসাইকেল ছিনতাইসহ এরকম একটি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে সেখানে গিয়ে মোটরসাইকেল পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা