ভোলায় যুবলীগ নেতাকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই

ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. নুরনবী নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়ে নগদ ৬০ হাজার টাকা, মোটরসাইকেল, সরকারি পুকুর লিজ নেয়ার প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইলফোন ছিনতাই করে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ সময় তাকে বেধম মারধর করছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে সন্ত্রাসীদের বাঁধার মুখে তিনি থানায় অভিযোগ দিতে পারেনি। হামলার শিকার মো. নুরনবী উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের বাসিন্দা।
হামলার শিকার যুবলীগ নেতা মো. নুরনবী অভিযোগ করে জানান, সকালের দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে সরকারি একটি পুকুর লিজ নেয়ার জন্য তজুমদ্দিন উপজেলা পরিষদে যাচ্ছিলেন। এ সময় দুপুর ১২টার দিকে উপজেলায় পরিষদ চত্বরে উপস্থিত হলে সেখানে আগ থেকে অবস্থান করা চিহ্নিত সন্ত্রাসী আলাউদ্দিন ও ফারুকের নেতৃত্বে আরো ৪-৫জন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে থামিয়ে এলোপাথারি মারধর করে তার ব্যবহৃত ওয়ালটন মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, পুকুর লিজ নেয়ার প্রয়োজনীয় কাগজপত্র ও পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে তিনি এ বিষয়ে অভিযোগ দিতে থানায় যেতে চাইলে থানার সামনে থানা সন্ত্রাসীদের বাঁধার মুখে থানায় ডুকতে পারেননি।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, তিনি মোটরসাইকেল ছিনতাইসহ এরকম একটি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে সেখানে গিয়ে মোটরসাইকেল পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বগুড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আলফাডাঙ্গায় অভিনব পদ্ধতিতে স্বর্ণ প্রতারণা: অভিযুক্ত চারজন গ্রেপ্তার, অলঙ্কার উদ্ধার

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের, বাসে আগুন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বগুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাহুবলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিসম্পদ উপমন্ত্রীর পক্ষে নড়িয়া-সখিপুরে খেজুর বিতরণ

‘আ.লীগের প্রতিটি উন্নয়নে দুর্নীতি রয়েছে’
