তুরস্কে ভয়ানক ভূমিকম্প: ৩৮ ঘণ্টা পর বাংলাদেশি শিক্ষার্থী রিংকু জীবিত উদ্ধার

মুহাম্মদ মুস্তাফিজ, তুরস্ক থেকে
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৪
অ- অ+

তুরস্কে ভয়ানক ভূমিকম্পে ভবন ধসে পড়ে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাইদ রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা শোচনীয় বলে জানা গেছে।

অবশেষে ভয়ানক এ ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই জীবিত উদ্ধার হলেন। এর আগে নিখোঁজ শিক্ষার্থী মোহাম্মদ নুরে আলমকে উদ্ধার করা হয়। তার বাড়ি চাঁদপুরে।

সর্বশেষ আজাজ শহরে নিখোঁজ গোলাম সাইদ রিংকু জীবিত উদ্ধার হলেন। তার বাড়ি বগুড়া জেলায়।

এর আগে ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম দুজনের নিখোঁজের বিষয়টি সংবাদ মাধ্যোমকে জানিয়েছিলেন।

জানা গেছে, নুরে আলম ও রিংকু কাহরামানমারাস সুতচু ইমাম ইউনিভার্সিটিতে পড়তেন। এছাড়া তারা দুজনই একই ভবনে থাকতেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্প যখন আঘাত হানে, তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন।

শক্তিশালী এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ৫ হাজারের বেশি ভবন ধসেছে বলেও জানানো হয়েছে। এর মধ্যে তুরস্কে ৩ হাজার ৪১৯ এবং সিরিয়া অংশে ১৬ শতাধিক প্রাণ হারিয়েছেন।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএটি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
ফেনী সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পল্লবীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী জয় ফালান গ্রেপ্তার, দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা