পুলিশ সার্জেন্ট নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৩
অ- অ+

‘সার্জেন্ট অব পুলিশ নিয়োগ-২০২২’ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখার এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৯টায় শুরু হবে এ পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা অনলাইনে police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার আবেদন ফরম ৭ ফেব্রুয়ারি ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি ১১টা ৫৮ মিনিট পর্যন্ত পূরণ করার এবং যে কোনো টেলিটক নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৫০ টাকা পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পাবেন।

নির্ধারিত সময়ে যথাযথভাবে ফরম পূরণ এবং প্রয়োজনীয় ফি প্রদান সাপেক্ষে প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ভেন্যু সংবলিত প্রবেশপত্র সংগ্রহ করবেন।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা