বগুড়ায় চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৭
অ- অ+

বগুড়ার শিবগঞ্জে চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বিকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি গ্রামের নূরুল ইসলামের দুই ছেলে জোবায়ের হোসেন ও তাজুল ইসলাম। তাদের মধ্যে জোবায়ের পলাতক ও তাজুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট রেজাউল হক বলেন, ২০০৮ সালের ৬ মে পুকুরের জায়গার মাপযোগকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্ত জোবায়ের ও তাজুল তার চাচা শাজাহান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় নিহত শাজাহান আলীর বাবা আজিমুদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি করেন। একই বছরের ২৪ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়াও এই মামলায় আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা