মির্জাপুরে তিন শহীদ মিনার উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত তিনটি শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। সোমবার সংসদ সদস্য খান আহমেদ শুভ শহীদ মিনার তিনটি উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমান, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মাহবুব আলম মল্লিক হুরমহল, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও বানাইল ইউনিয়ন পরিষদের আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় সূত্র মতে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন ইউএনও হাফিজুর রহমান। এর অংশ হিসেবে উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমী স্কুল প্রাঙ্গণ, আনাইতারায় ও বানাইল ইউনিয়নের ইউপি চত্বরে শহীদ মিনার নির্মাণ করা হয়।

ইউএনও হাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের বাজেট দিয়ে শহীদ মিনারগুলো নির্মিত হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা