পথ হারিয়ে বিএনপি পদযাত্রায় নেমেছে: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৭
অ- অ+

‘বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়, তাদের আন্দোলনে জনগণ নেই। জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়।

মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের ২৩টি প্রকল্পের উদ্বোধন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন এবং মোশাররফ-ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন রাজনীতির একটা অংশ। সাধারণ মানুষের কাছে রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হবে। যারা খারাপ কাজ করে, আগুন সন্ত্রাস করে তারা মানুষের কাছে চিহ্নিত হয়ে থাকবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসার সময় পথে পথে তাকিয়ে দেখি আমার কত ছবি! আমার আর ছবির দরকার নেই। ছবি দেখিয়ে আমাকে আর প্রদর্শন করবেন না।

বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আজ পাকিস্তান সব দিক থেকে তলানীতে যাচ্ছে। তারা (বিএনপি) বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে! বাংলাদেশ শ্রীলঙ্কা হবেনা। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, সুদানকে ঋণ দিয়েছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা