হাতিরঝিলের সৌন্দর্য বর্ধনই ৩০০ হাঁস ছাড়ার প্রধান উদ্দেশ্য: রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৬
অ- অ+

হাতিরঝিলের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যেই ৩০০ হাঁস ছাড়ার প্রধান উদ্দেশ্য। যারা হাতিরঝিলে ঘুরতে আসবেন, কিংবা নৌকায় চলাচল করেন, তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

মঙ্গলবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন দ্বীপ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে অবমুক্ত করা হয়েছে ৩০০ হাঁস।

মো. আনিছুর রহমান মিঞা বলেন, এসব হাঁসের সঠিক তদারকির জন্য আমাদের জনবলও রয়েছে। আশা করছি এর সুফল মিলবে। এবং হাঁস রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পানির দুর্গন্ধ দূরীকরণসহ হাতিরঝিলে এ ধরনের আরও নানা উদ্যোগ নিয়েছি আমরা।

হাতিরঝিলের পানিতে হাঁস ছাড়া সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, হাতিরঝিল লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই হাঁস অবমুক্ত করা হলে ঠিক আছে। কারণ লেকটি অনেক বড়। তবে হাঁস টিকাতে হলে এর সঠিক তত্ত্বাবধান রাখতে হবে। তা নাহলে এসব হাঁস চুরি হয়ে যাবে। কারণ আমরা পূর্বে দেখেছি রাজধানীর বিভিন্ন লেকে হাঁস অবমুক্ত করা হাঁস উধাও হয়ে গিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/পিআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা