‘আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। ছেলে মেয়েদের শুধু লেখাপড়া জানলেই হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নাচ-গানসহ অন্যান্য নৈতিক শিক্ষার অভ্যাস গড়ে তোলতে হবে।

বৃহস্পতিবার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে লুমিনাস কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

লুমিনাস কিন্ডারগার্টেনের পরিচালক কামরুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ইমাম, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাইফুল হক খান সাজন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একে এম শামছুল ইসলাম খান মাছুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, সাবেক সহ-সভাপতি ফরহাদ আহমেদ টিটুল, জেলা আ.লীগের সদস্য হাসান মমিন উজ্জ্বল, কিশোরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো: আ. গনি, মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলীসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :