করিম জানাত ঝড়ে সিরিজ জিতল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৯
অ- অ+

আবুধাবীতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে করিম জানাতের ঝড়ো ফিফটিতে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৩ রান তুলে স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় আফগানদের।

ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচেও আরব আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও ভৃত্তিয়া অরবিন্দ। ১৫ দশমিক ৪ ওভারে ১২৯ রান তুলেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। ওয়াসিম ৮টি চার ও ৩টি ছক্কায় ৫০ বলে ৭৫ রান করেন।

এদিকে ৫৩ বলে ৫৯ রান করতে ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান অরবিন্দ। দুই ওপেনারের পর আরব আমিরাতের আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা পার করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৮৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ ৪১ বলে ৭৮ রানের দরকার পড়ে আফগানিস্তানের। পঞ্চম উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ৩৬ বলে অবিচ্ছিন্ন ৮০ রান তুলে ৫ বল হাতে রেখে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন জানাত।

আড়াইশর বেশি স্ট্র্রাইক রেটে ২২ বলে অপরাজিত ৫৬ রান করেন জানাত। ৪টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অন্যপ্রান্তে ৫১ বলে অনবদ্য ৬০ রান তুলেন জাদরান। ম্যাচ সেরা হন জানাত।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা