এলডিসি গ্র্যাজুয়েশন: এখন থেকেই ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্য সচিবের

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৩ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০০

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় আগামী ২০২৬ সালের পর রপ্তানি ক্ষেত্রে অনেক সুবিধা হারাবে বাংলাদেশ। এ ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।

‘বেসরকারি খাতের দৃষ্টিতে ২০২২-২০২৩ অর্থবছরের প্রথমার্ধে গত জুলাই-ডিসেম্বর বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক এ সেমিনার প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় আগামী ২০২৬ সালের পর রপ্তানি ক্ষেত্রে অনেক সুবিধা হারাবে বাংলাদেশ।’

এ অবস্থায় ওই সময়ে নিজেদের অবস্থান ধরে রাখতে তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্সের ওপর নির্ভর না করে ব্যবসায়ীদের এখন থেকে প্রস্তুতি নেওয়া আহ্বান জানান সচিব।

তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে ক্রমাগত ভর্তুকি দেওয়া হবে না। এটা যেমন ঠিক তেমনি ভর্তুকি দেওয়ার হবে অন্যান্য সেক্টরে যাতে আমাদের ব্যবসায়ীরা আরও সম্মৃদ্ধ হয় তারা যেন নিজেরা সাবলম্বী হয়। তাই ব্যবসায়ীদের এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, নিজস্ব পায়ে দাঁড়িয়ে ব্যবসা করতে হবে। বিশ্বে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে তাকে রপ্তানি করতে হবে। আমাদের গার্মেন্টসসহ ৪৩ টি রপ্তানি পণ্যে ২ থেকে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে। ’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘এই অর্থবছরে ১৩ হাজার ২০০ কোটি টাকা ক্যাস ইনসেনটিভ দেওয়ার জন্য নির্ধারিত আছে। ২০২৬ সালের পর এটা দেওয়ার সুযোগ থাকবে না। তখন ডব্লিউটিও (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন)- এর বিধিবিধান অনুযায়ী যে সুযোগ-সুবিধা দেওয়া যায়, সেটা দেওয়া হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহসিনা ইয়াসমিন। এছাড়া সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক (ফিন্যান্স ও অ্যাডমিন) মোহাম্মদ আলী হোসেন অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

‘ঈদ উৎসব-কোরবানি অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন করল সনি-র‌্যাগস

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভোলার শামীম

কমিউনিটি ব্যাংকের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট রেমিট্যান্স ক্যাম্পেইন: গাড়ি ও ৩০ লাখ টাকার পুরস্কার বিতরণ

আশকোনায় দি প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন 

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

সেবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসি’র মতবিনিময় সভা

টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে দেশ: শিল্পমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :