মির্জাপুরে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের যাত্রা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৭

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ নামে নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

উপজেলা পরিষদ সংলগ্ন বাইমহাটি গ্রামে প্রতিষ্ঠিত স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি একটি গাছের চারা রোপণ করেন। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পৌরসভার মেয়র সালমা আক্তার, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজাহারুল ইসলাম মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালে মাসুদ করিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।

এরপর জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। দুপুরে তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত গোড়াই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :