বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১৪:৫৯
অ- অ+

বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ দুজন বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর সদরের কলেজ মোড় এলাকার পিয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (২৭) ও মৃত আলম মিয়ার ছেলে হীরা ইসলাম (২৮)।

র‌্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। মঙ্গলবার ঢাকা দিকে থেকে আসা দিনাজপুরগামী একটি বাসে ছয় বস্তায় মুড়ানো ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই বাসে থাকা গাঁজা পরিবহনকারী দুজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা উভয়েই সারাদেশে মাদকদ্রব্য পরিবহনের সাথে জড়িত।

(ঢাকাটাইমস/০১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের উদ্যোগ রকমারি ডটকমের
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত 
সিরিয়ায় পুরনো বোমা বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৮
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা