বঙ্গবন্ধু ও স্বাধীনতা শব্দ দুটি সমার্থক: ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১৬:৫০
অ- অ+

বাংলাদেশ রাষ্ট্র আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমার্থক শব্দ বলে মন্তব্য করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-একটি নাম, একটি সংস্কৃতি, একটি দেশ। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ নামের এই দেশটির উত্থান সম্ভব ছিল না। তাই আজ রাষ্ট্র বাংলাদেশ ও ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে।

স্বাধীনতার মাস মার্চের দিবসগুলো পালনের লক্ষ্যে বুধবার রাজধানীতে নিজ অফিসে আলাপকালে তিনি একথা বলেন।

ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বিবিএস গ্রুপ এবং নাহী গ্রুপের চেয়ারম্যান। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সোহরাওয়ার্দী হল শাখার ভিপি ছিলেন।

লালমোহন-তজুমদ্দিনে তার ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চাওয়ায় লালমোহন-তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আবু নোমান হাওলাদার বলেন, ‘বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি। সে অনুযায়ী পরিকল্পনাও হাতে নিয়েছিলেন।’

‘১৯৪৭ সালে দেশভাগের সময় তরুণ রাজনীতিক শেখ মুজিবুর রহমান যে স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছিলেন, ১৯৭১ সালে তিনি স্বপ্নের বাস্তবায়ন করেন। তিনি আমাদের স্বাধীনতার মহান স্থপতি, আমাদের জাতির জনক।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৪ বছরে দেশজুড়ে যতসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেসবের কৃতিত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। তাই বাস্তবায়নাধীন প্রকল্প শেষ করার জন্য এবং দেশের উন্নয়নে আরও নতুন নতুন প্রকল্প নেয়ার জন্য আবারও শেখ হাসিনাকে দেশবাসীর প্রয়োজন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে হবে।’

(ঢাকাটাইমস/০১মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা