উদ্যোক্তা শিক্ষার প্রসার খুবই গুরুত্বপূর্ণ: ড. কাজী খলীকুজ্জমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৩, ২৩:৩১

‘টেকসই উন্নয়ন অর্জনের জন্য উদ্যোক্তা মনোভাব ও উদ্যোক্তা শিক্ষার প্রসার খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের আয়োজনে ‘বিশ্বব্যাপী উত্তাল পরিস্থিতিতে উদ্যোক্তাদের সহনশীলতা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্স মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। শেষ হয় শনিবার সন্ধ্যায়।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘বিশ্বব্যাপী বেকারত্ব বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে উদীয়মান ও স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক গতিশীলতা উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।’

অর্থনীতির ভিত্তি ঠিক রাখতে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, ‘সারা বিশ্বে এই অস্থির সংকটের মধ্যে টেকসই উন্নয়ন অর্জনের জন্য উদ্যোক্তা মনোভাব এবং উদ্যোক্তা শিক্ষার প্রসার খুবই গুরুত্বপূর্ণ।’

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির লেকচারার ডা. সারদানা খান। তিনি বলেন, ‘বৈশ্বিক অস্থিরতা কমাতে সঠিকভাবে সরবরাহ বেবস্থার সমন্বয় প্রয়োজন। তিনি ব্যবসার জন্য একটি আবাসিক মডেল তৈরি করেছেন।’ জাপান থেকে প্রফেসর ড. মুনিম কে বারাই আরও একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

অধিবেশনের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, ‘বিশ্বব্যাপী অস্থিরতার সময়ে সরকার সামাজিক ব্যাংকিং প্রতিষ্ঠা করতে পারে যাতে ক্ষুদ্র সঞ্চয়কে বিনিয়োগে অন্তর্ভুক্ত করা হয় যার জন্য আলাদা নিয়ন্ত্রণকারী সংস্থার প্রয়োজন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাস্টের ইউনিভার্সিটি অফ হিউস্টন-ডাউনটাউনের অর্থনীতি বিভাগের প্রফেসর আনিসুল এম.ইসলাম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির অ্যাডজান্ট ফ্যাকাল্টি মোয়াজ্জেম হোসেন।

অতিথি হিসাবে আরও যোগ দেন, থাইল্যান্ডের রাংসিত ইউনিভার্সিটির ডা. তানপাট ক্রাইওয়ানিত, ড. যশোদা কৃষ্ণ, জিএনভি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়া, প্রফেসর ড. জোস ভার্গাস-হার্নান্দ, মেক্সিকো এবং ভারতের প্রফেসর কৃপা এস গুপ্ত।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক রেহানা পারভীন, সহকারী অধ্যাপক ডা.সারা তাসনিম, প্রভাষক শামিম আহমেদ প্রমুখ।

চলমান অশান্ত বৈশ্বিক পরিস্থিতিতে সামাজিক, অর্থনীতি, ব্যবসা এবং আর্থিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে দুইদিনে মোট ৪২টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের পর এলিভেটর পিচ, বিতর্ক, কেস স্টাডি, বইমেলা এবং ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বইমেলায় পাঠকপ্রিয় ‘ঢাকা টাইমস’, এই সময় পাবলিকেশন্স ও পালক পাবলিশার্স অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্পন্সর করে বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স।

(ঢাকাটাইমস/৫মার্চ/এমআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এক হাজার টাকা কৃষিঋণে কেউ জেলে, ১০ হাজার কোটি টাকার ঋণখেলাপি সরকারের পাশে: ফরাসউদ্দিন

টানা অষ্টমবার কমলো স্বর্ণের দাম

বিএইচবিএফসিতে নতুন ডিএমডি এবং জিএমের যোগদান

বাংলাদেশ কমার্স ব্যাংকের BAMLCO সম্মেলন অনুষ্ঠিত 

  ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসারদের নিয়ে ‘রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স’ অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের মাঝে ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব’ এর পানি ও খাবার স্যালাইন বিতরণ 

এপ্রিলে প্রবাসী আয় ১৯০ কোটি ডলার

ব্যাংক এশিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :