রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১৭:৪৯

উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সোমবার সকালে সাত সদস্যের এ তদন্ত কমিটি অনুসন্ধানের কাজ শুরু করে।

রবিবার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ২ হাজারের অধিক ঘর পুড়ে যায়। রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনার পর রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ানকে প্রধান করে তদন্ত কমিটি করে জেলা প্রশাসন।

এ কমিটিতে আছেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, এপিবিএন, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা। তিন কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ছাড়াও কোনও নাশকতা আছে কি না তা খতিয়ে দেখবে এই কমিটি।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :