প্রধানমন্ত্রীর আগমনে ময়মনসিংহ নগরীতে ইজিবাইক বন্ধ

আগামী ১১ মার্চ (পরশু) ময়মনসিংহ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনে উৎসবের রং ছড়িয়ে পড়েছে ময়মনসিংহের সর্বত্রই।
এই অবস্থায় প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর উপলক্ষে যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের লক্ষ্যে নগরীতে ইজিবাইক ও রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
আর এ কারণেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নগরীতে ব্যাটারিচালিত সব ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। তা অব্যাহত থাকবে ১১ মার্চ শনিবার রাত ৮টা পর্যন্ত। এতে নগরীর পখচারীদের মধ্যে যানবাহন সংকটে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সেই সঙ্গে শুক্রবার (১০ মার্চ) দুপুর ২টা থেকে শনিবার (১১ মার্চ) রাত ৮টা পর্যন্ত নগরীতে সকল মোটররিকশা (মোটা চাকার রিকশা) চলাচলও বন্ধ থাকবে।বুধবার রাতে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব মসিক কর্তৃপক্ষের নির্দেশে এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন।
খবরের সত্যতা নিশ্চিত করে শেখ মাহাবুল হোসেন রাজীব বলেন, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবাইকে এই নিষেধাজ্ঞা প্রতিপালন করার জন্য আহবান জানানো হয়েছে।
এদিকে সকাল থেকে নগরীতে ইজিবাইক বন্ধ থাকায় চলাচলে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন পথচারীরা। এ সময় যান সংকটে রিকশায় চলাচলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। তবে অনেকেই রিকশা বা অন্য কোন যান না পেয়ে হেঁটেই গন্তব্যে ছুটতে দেখা গেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর জিলা স্কুল মোড়, গাঙ্গিনাপাড়, টাউন হল মোড়, কাচারী এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র।
এ সময় নগরীর নগরীর টাউন হল এলাকায় কথা হয় আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী সাদমান বিন রহমানের সাথে। তিনি জানান, হঠাৎ অটো (ইজিবাইক) চলাচল বন্ধ থাকায় রিকশা বা অটো পাচ্ছি না। তবে অনেক ক্ষণ অপেক্ষা করে একটি রিকশা পেয়েছি, তাও অতিরিক্ত ভাড়ায় যেতে হচ্ছে।
মার্স্টাস পরীক্ষার্থী নুসরাত জাহান ও সহপাঠীরা জানান, একই দুভোর্গের কথা। তারা বলেন, প্রধানমন্ত্রী আসবেন বলে অটো (ইজিবাইক), রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই দুর্ভোগ মেনেই পথ চলতে হচ্ছে।(ঢাকাটাইমস/০৯মার্চ/এলএ)

মন্তব্য করুন