দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ইতালী প্রবাসীদের সংবর্ধনা

দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দিয়েছে ইতালীর ভেনিসে বসবাসরত কুমিল্লাবাসীর সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা সমিতি’।
শনিবার স্থানীয় সময় বিকাল ৩ টায় স্থানীয় একটি হোটেলে এক জাকজমক পূর্ণ আয়োজনে ওই সংবর্ধনা দেয়া হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইতালী আওয়ামী লীগ ভেনিস শাখার আহ্বায়ক মো. বিল্লাল হোসেন ঢালি, ইতালী আওয়ামী লীগ ভেনিস শাখার সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম ভুইয়া, ভেনিস আওয়ামী লীগের সদস্য সচিব মোস্তাক আহমেদ প্রমুখ।
(ঢাকাটাইমস/১১মার্চ/এসএম)

মন্তব্য করুন