প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন: প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২৩, ১৭:২২

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, চলনবিলে ১৩৬ কিলোমিটার খাল খনন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক বিনা মূল্যে সার-বীজসহ অসংখ্য ভর্তুকি পাচ্ছে। মাত্র ১৪ বছরে সিংড়া তথা চলনবিলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নে বাংলার কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রধানমন্ত্রী যে কথা দেন রাখেন।

রবিবার বেলা ১২টায় নাটোরের সিংড়া চলনবিল সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে পাট বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

এ সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের সমালোচনা করে পলক বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল। তখন কৃষককে সারের পেছনে ছুটতে হয়েছে। বিদ্যুতের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। চলনবিলের কৃষকরা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছিল।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষক ফারুক হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১২মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :