বিদেশি কর্মী আবেদনের কোটা স্থগিত করল মালয়েশিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৭:৩৬
অ- অ+
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার

বিদেশি কর্মী নিয়োগ আবেদনে কর্মসংস্থান শিথিলকরণ পরিকল্পনাসহ আবেদনের কোটা অনুমোদন স্থগিত করেছে মালয়েশিয়া। শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় এই ঘোষণা দেয় বলে স্টার অনলাইনের খবরে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিদেশি কর্মী আবেদনের কোটা স্থগিত থাকবে।

সম্প্রতি মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেছেন, গত ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে বিদেশী কর্মীদের জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬টি কর্মসংস্থান কোটা মন্ত্রণালয় অনুমোদন করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেছিলেন, কোটা অনুমোদনের সংখ্যা বিদেশি কর্মী কোটার আবেদনগুলিকে বিবেচনায় নিয়েছিল যা সাধারণত প্রক্রিয়া করা হতো এবং পিকেপিপিএর মাধ্যমে যার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে, যেমন উৎদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবা (শুধু রেস্তোরাঁ)।

এদিকে শনিবার এক বিবৃতিতে মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেন, ‘এখন পর্যন্ত বিদেশী কর্মী কোটার অনুমোদনের ফলে গুরুত্বপূর্ণ খাতসহ শিল্পের বিদেশি শ্রমের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।’

বিদেশি কর্মী নিয়োগ আবেদনে কর্মসংস্থান শিথিলকরণ পরিকল্পনাসহ আবেদনের কোটা অনুমোদন স্থগিত করার যৌক্তিকতা তুলে ধরেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী। ব্যাখ্যা দেন, নিয়োগকর্তারা যাতে বিদেশি শ্রমিকদের অবিলম্বে প্রবেশের জন্য পরিকল্পনা তৈরি করতে পারে সেজন্য কোটার অনুমোদন দেওয়া হয়েছিল। এখন তা নিশ্চিত করার জন্য স্থগিত করা হয়েছে।

‘উল্লিখিত সময়ের মধ্যে বিদেশি কর্মীদের নিয়োগের প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে শেষ করতে অনুমোদন পাওয়া সকল নিয়োগকর্তাকে অনুরোধ করছি। কেননা মন্ত্রণালয়ের অনুমোদিত কোটা সংখ্যার তুলনায় বিদেশি কর্মীর সংখ্যা এখনও কম’—যোগ করেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এসএটি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা