ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের অ্যাকাডেমিক কনফারেন্সে কক্সবাজারে ১১০ শিক্ষক

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৪:১২ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১২:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ১১০ শিক্ষক এক অ্যাকাডেমিক কনফারেন্সে কক্সবাজার গেছেন। রবিবার সকাল থেকে ৪টি ফ্লাইটে করে তাঁরা সমুদ্রছোঁয়া পর্যটনরগরীতে পৌঁছান।

সোমবার দিনব্যাপী এক অ্যাকাডেমিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন শিক্ষকরা। দুটি সেশনে অনুষ্ঠিত হবে এ কনফারেন্স। এদিন সকাল ১০টায় প্রথম সেশনের উদ্বোধনী বক্তব্য দেবেন সেশনের মডারেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

এরপর সেশনের মূল প্রবদ্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।

পরে আলোচনায় অংশ নেবেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।

বেলা ১২টা ২০মিনিটে ঢাবির উন্নয়ন অধ্যয়ণ বিভাগের অনারারি অধ্যাপক ও ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু চেয়ার ড. আতিউর রহমান প্রথম সেশনের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য দেবেন।

এরপর দুপুর ২টায় শুরু হবে কনফারেন্সের দ্বিতীয় সেশন। উদ্বোধনী বক্তব্য দেবেন সেশনের মডারেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

এরপর রিসার্চ অ্যান্ড কোলাবরেশনের ওপর প্রেজেন্টেশন দেবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস। পরে জার্নাল অ্যান্ড পাবলিকেশনের ওপর প্রেজেন্টেশন দেবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিক রহমান।

এরপর অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে বিকাল ৫টা ১০ মিনিটে উন্নয়ন অধ্যয়ণ বিভাগের অনারারি অধ্যাপক ও ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু চেয়ার ড. আতিউর রহমান সেশনের সভাপতি হিসেবে দ্বিতীয় সেশনের সমাপনী বক্তব্য দেবেন।

অ্যাকাডেমিক কনফারেন্সের পরদিন মঙ্গলবার ৪টি ফ্লাইটে ঢাবির ১১০ শিক্ষক ঢাকায় ফিরবেন।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এসকে/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :