ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের অ্যাকাডেমিক কনফারেন্সে কক্সবাজারে ১১০ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ১১০ শিক্ষক এক অ্যাকাডেমিক কনফারেন্সে কক্সবাজার গেছেন। রবিবার সকাল থেকে ৪টি ফ্লাইটে করে তাঁরা সমুদ্রছোঁয়া পর্যটনরগরীতে পৌঁছান।
সোমবার দিনব্যাপী এক অ্যাকাডেমিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন শিক্ষকরা। দুটি সেশনে অনুষ্ঠিত হবে এ কনফারেন্স। এদিন সকাল ১০টায় প্রথম সেশনের উদ্বোধনী বক্তব্য দেবেন সেশনের মডারেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
এরপর সেশনের মূল প্রবদ্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।
পরে আলোচনায় অংশ নেবেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।
বেলা ১২টা ২০মিনিটে ঢাবির উন্নয়ন অধ্যয়ণ বিভাগের অনারারি অধ্যাপক ও ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু চেয়ার ড. আতিউর রহমান প্রথম সেশনের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য দেবেন।
এরপর দুপুর ২টায় শুরু হবে কনফারেন্সের দ্বিতীয় সেশন। উদ্বোধনী বক্তব্য দেবেন সেশনের মডারেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।