নারায়ণগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৯:১৬
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৩।

আটককৃতরা হলেন- মো. বুলু মিয়া ও মো. সেলিম বেপারী। এ সময়ে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, একটি ব্যক্তিগত গাড়ি, দুইটি মুঠোফোন এবং নগদ ছয় হাজার ১০ টাকা জব্দ করা হয়।

রবিবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের ভাষ্যমতে, শনিবার বিকাল পাঁচটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মাদক চোরাকারবারি চক্রের মূলহোতা মো. বুলু মিয়া ও মো. সেলিম বেপারী নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, একটি ব্যক্তিগত গাড়ি, দুইটি মুঠোফোন এবং নগদ ছয় হাজার ১০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। এই মাদক কারবারি চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান সংগ্রহ করেন। পরে ওই গাঁজার চালান আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় এনে কেনা-বেচা করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। এছাড়াও আটককৃতের সাথে মাদক কারবারি একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা