নারায়ণগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৩।
আটককৃতরা হলেন- মো. বুলু মিয়া ও মো. সেলিম বেপারী। এ সময়ে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, একটি ব্যক্তিগত গাড়ি, দুইটি মুঠোফোন এবং নগদ ছয় হাজার ১০ টাকা জব্দ করা হয়।
রবিবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের ভাষ্যমতে, শনিবার বিকাল পাঁচটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মাদক চোরাকারবারি চক্রের মূলহোতা মো. বুলু মিয়া ও মো. সেলিম বেপারী নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, একটি ব্যক্তিগত গাড়ি, দুইটি মুঠোফোন এবং নগদ ছয় হাজার ১০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। এই মাদক কারবারি চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান সংগ্রহ করেন। পরে ওই গাঁজার চালান আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় এনে কেনা-বেচা করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। এছাড়াও আটককৃতের সাথে মাদক কারবারি একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/এএ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

রোজায় পর্যটকশূন্য কক্সবাজার, হোটেল-মোটেলে বিশাল ছাড়

যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

ডাকাতিয়া নদীতে ড্রেজার ডুবে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

শ্রীপুরে গাড়িচাপায় পথচারী নিহত

ভোটের অধিকার কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হচ্ছে: সাকি

‘সবুজের বুকে লাল পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

বগুড়ায় সড়ক নির্মাণের এক সপ্তাহ পেরোতেই ধস

মৌলভীবাজারে মৃত ১৩ শকুন উদ্ধারের ঘটনায় মামলা
