বান্দরবানের বগালেক সড়কে দুর্ঘটনা: চার নারীসহ নিহত ৬

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মার্চ ২০২৩, ২০:১৪ | প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ১৬:২৫

বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চার পাহাড়ি নারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ঢাকা টাইমসকে বলেন, ‘ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন এবং পরে আরো একজন মারা যান। তারা সবাই স্থানীয় বাসিন্দা।’

নিহতরা হলেন- রুমা রেমাক্রি প্রাংশা ইউনিয়নের থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা হামনয় কারবারির দুই মেয়ে লিম ময় বম (৩৭) ও ভারকিম বম (৪২), একই পাড়ার সংখুব বমের মেয়ে লাল সিয়াম বম (১৬), নেমখুব বমের মেয়ে নুন থার ময় বম (৩৭), জিং হোম বম (৫০) ও ট্রাকের শ্রমিক বান্দরবান সদর উপজেলার কুহালং গুংগুরুমুখ পাড়ার বাসিন্দা ক্যজাই খেয়াংয়ের ছেলে হ্লাগ্যপ্রু খেয়াং।

আহতরা হলেন- লাল পিয়ান কিম বম, পারকুম বম, লমকিল, পারেংময় বম টিয়াল হাই বম, জিংরাম সিয়াম, জিরনুন ময় বম, লুংপেম বম, লাল খংয়াই বম, লাভলি বম। বাকিদের নাম এখনও পাওয়া যায়নি।

এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন পাহাড়ি নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা। এ সময় ট্রাকে থাকা আরও ১২ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :