বঙ্গবন্ধু হত্যার বৈধতা দিয়েছিলেন জিয়া: শ ম রেজাউল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২০ মার্চ ২০২৩, ২৩:১৫ | প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ২৩:১০

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বৈধতা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর যে অর্ডিন্যান্স জারি হয়েছিল সেই অর্ডিন্যান্সকে পার্লামেন্টে নিয়ে এসে বিএনপি পাশ করেছে। কারণ সেই সময়ে অর্ডিন্যান্সে সাক্ষর করেছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার বৈধতা দিয়েছিলেন বিএনপির জিয়াউর রহমানই। এদিকে এরশাদ সাহেব ক্ষমতায় এসেও বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে রাজনীতি করিয়েছিলেন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর এবং আইইবি ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এসব বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, একটি খুনের বিচার না হলে যে আরেকটি খুন হয়, সেজন্য জিয়াউর রহমানকেও খুন হতে হলো। জিয়াউর রহমানকে খুনের মামলায় বিএনপির কেউই তদন্তকারীদের সাহায্য করেনি। আওয়ামী লীগ জিয়াউর রহমানের হত্যা মামলা পুনরায় তদন্ত শুরু করলেও বিএনপি ক্ষমতায় এসে জিয়াউর রহমানের হত্যা মামলা ধ্বংস করেছিল৷ বিএনপি খুনীদের দল। বিএনপি ক্ষমতায় এলে আবার ১০ লাখ লোক মেরে ফেলবে৷

শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু থিসিস নির্ভর নেতা না হয়ে বাস্তববাদী নেতা ছিলেন। ধর্মনিরপেক্ষতা নিয়ে বঙ্গবন্ধু যা ভেবেছেন ১৯৭৪ সালে, ভারত তা বাস্তবায়ন করেছেন ১৯৮৬ সালে।বাংলা ভাষাভাষী মানুষদের নিয়ে বাঙালি জাতীয়তাবাদবোধ নিয়ে সবাইকে একই প্ল্যাটফর্মে এনেছিলেন৷ রাজনীতির প্ল্যাটফর্মে তিনি ধর্ম আনেননি৷ তিনি সবসময়ই বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করতেন৷ তাঁর ১৮ মিনিটের বক্তব্যে একটি জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন।

এই সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন,বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং উন্নয়ন একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর কাব্যের কবি এবং হাজার বছরের পরাধীন জাতিকে মুক্তি দিতে তিনি জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। দিশাহীন বাঙালি জাতির দিশারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীন হওয়ার পরই পারমানবিক বিদ্যুৎ উৎপাদন, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণসহ নানান উন্নয়ন শেখ মুজিবুর রহনানই সূচনা করেছিলেন৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ এখন বৃহৎ অর্থনীতিতে পরিনত হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই৷ আগামী নির্বাচনে উন্নয়ন ধারা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

স্বাগত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছেন। সরকারের সকল উন্নয়নের কারিগরিক অংশীজন হল এই দেশের প্রকৌশলীরা।

(ঢাকাটাইমস/২০মার্চ/পিআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায়: সজীব ওয়াজেদ জয়

সরকারের দমননীতির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: জামাল হায়দার

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করলেন সাজু

আহত আইনজীবীদের দেখতে হাসপাতালে রিজভী

আমেরিকার ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে: জিএম কাদের

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুগদা-খিলগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ফিরোজায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত

বিশ্বের ধনাত্মক জিডিপি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকটকাল উতরাতে পেরেছে: লুৎফর রহমান

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :