মুখের ব্রণ দূর করে কলার খোসা!

ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানারকম বাজার চলতি ওষুধ ও ক্রিম লাগান। তবে এর থেকে ত্বকের ক্ষতিও হয় অনেক। তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ের হদিশ থাকছে এই প্রতিবেদনে। কলার খোসা দিয়েই ব্রণের সমস্যা দূর করে ফেলুন এবার।
ওটস ও কলার খোসা
ওটস আর কলার খোসা মুখের ব্রণ আর দাগ দূর করে। ওটসের সঙ্গে কলার খোসা মিশিয়ে মিক্সারে পেস্ট করে নিন। এতে দুই চামচ চিনি মিশিয়ে মুখে ১০ মিনিট মাসাজ করুন।
এরপর হালকা গরম পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। তোয়ালে বা কোনো নরম কাপড় দিয়ে যত্ন করে মুখ মুছে ময়শ্চারাইজার লাগান। এই ফেসপ্যাক ত্বক থেকে ব্রণ দূর করে। এমনকি ত্বক উজ্জ্বল করে।
কলার খোসা ও লেবু
কলার খোসার সঙ্গে লেবু মিশিয়েও মুখ পরিষ্কার রাখা যায়। কলার খোসা প্রথমে পেস্ট করে নিন। এর মধ্যে লেবুর রস মিশিয়ে পেস্টটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
হলুদ ও কলার খোসা
হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রণ দূর করে। এর জন্য এক চামচ কলার খোসার পেস্টে এক চা চামচ হলুদ মিশিয়ে নিন।
এই পেস্ট দিয়ে ত্বকের মাসাজ করুন ১৫ মিনিট। এরপর মুখ হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন ভালো ভাবে। তারপর অবশ্যই ময়শ্চারাইজ করে নিন। এভাবে কিছু দিন নিয়মিত করলেই দূর হবে মুখের ব্রণ ও দাগ।
(ঢাকাটাইমস/২১মার্চ/এজে)
সংবাদটি শেয়ার করুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত
ফিচার এর সর্বশেষ

চিরকাল যৌবন ধরে রাখতে বাদামের ম্যাজিক

শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে খেজুর

মাইগ্রেনের ব্যথা দূর করে যেসব ভেষজ গাছ

ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে হজমের সমস্যা

গরমে কালোজাম যে নিয়মে খেলে উপকার পাবেন

ডায়াবেটিসের ঝুঁকি কমায় ডার্ক চকোলেট

বার্ডস আইয়ের গরমের শার্ট

ভারতের নতুন সংসদ ভবন কতটা রাজকীয় স্থাপত্যশৈলী

সুখী থাকতে চান? একটি সহজ উপায় জেনে নিন
