কালীগঞ্জে আইএফআইসি ব্যাংকের মাইলফলক উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ১৩:৩৪| আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৪:০২
অ- অ+

সারাদেশে আইএফআইসি ব্যাংকের সবচেয়ে বেশি শাখা-উপশাখা মাইলফলক হিসেবে দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপী গাজীপুরের কালীগঞ্জ উপশাখার স্থানীয় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে দিনটি উদযাপন করেছে।

কালীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক নিলয় মন্ডল জানান, ১২৪৩টি শাখা-উপশাখা মাইলফলক হিসেবে দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটি প্রতিবেশি হয়ে আমরা ছড়িয়ে পড়েছি জেলা, উপজেলা, গ্রামে-গঞ্জে, পাড়ায় পাড়ায়। সব উপশাখাতেই নিশ্চিত করেছে ওয়ান স্টপ সার্ভিস।

তিনি আরো বলেন, সুদক্ষ কর্মীবাহিনী, উন্নত প্রযুক্তি, সবার জন্য সবরকম ডেলিভারি চ্যানেল, সময়োপযোগী পণ্য সেবা নিয়ে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিশ্চিত করেছে আইএফআইসি ব্যাংক। আর তারই ধারাবাহিকতাতেই অর্জিত হয়েছে নতুন এই মাইলফলক। আর তাই দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার এই মাইলফলক উপলক্ষে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে উদযাপনের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা