রাজধানীতে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আহত যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭:৪৮ | প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ০৯:৩২

রাজধানীর রায়েরবাজারে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ ইসলাম হৃদয় (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আবদুল্লাহর বন্ধু মনির হোসেন জানান, আহত আব্দুল্লাহ কয়দিন আগে কিশোর অপরাধী চক্রের এক কিশোরকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এনিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল তাকে একা পেয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার প্রেমতলা মাজারের সামনে সাত আট জন তাকে ঘিরে ধরে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মনির হোসেন আরও বলেন, আব্দুল্লাহ মাদারীপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর বাগানবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। আমাদের ধারণা, যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তারা এ ঘটনা ঘটিয়েছে। তারা হলেন- ডাইল্যা হৃদয়(২০), পিঞ্জিরার রাব্বি (১৯), বিপুল(১৮), মো. ফেরদৌস(২০), চায়না(১৮)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত আব্দুল্লাহ ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

(ঢাকাটাইমস/২২মার্চ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জবিতে যৌন হয়রানি: জীবনের নিরাপত্তা চেয়ে আরেক ছাত্রীর অভিযোগ ডিবিতে

বিভিন্ন ব্র্যান্ডের নকল ফোন বানিয়ে অর্ধেক দামে বিক্রি করতেন তারা: পুলিশ

বাইক চালককে হত্যার পর মুখে পেট্রোল ঢেলে আগুন দেয় ছিনতাইকারীরা

খিলক্ষেতে বাসার ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

অপরাধের ‘নতুন ধরন’: রিমোট দিয়ে ওজন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের ঠকাতেন তারা

অবন্তিকার আত্মহত্যা: সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা আছে: ডিএমপি

ঘুস না পেয়ে শিশু হাসপাতালে রোগীর স্বজনকে মারপিট, দুই আনসার গ্রেপ্তার

অবন্তিকার মৃত্যু: জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক

চিকিৎসক পরিচয়ে অভিজাত হোটেলে চুরি, বিলাসী জীবন যাপন জুবাইদার

অনলাইনে প্রতারণায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগাচ্ছে চাইনিজরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :