রাজধানীতে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আহত যুবক

রাজধানীর রায়েরবাজারে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ ইসলাম হৃদয় (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আবদুল্লাহর বন্ধু মনির হোসেন জানান, আহত আব্দুল্লাহ কয়দিন আগে কিশোর অপরাধী চক্রের এক কিশোরকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এনিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল তাকে একা পেয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার প্রেমতলা মাজারের সামনে সাত আট জন তাকে ঘিরে ধরে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মনির হোসেন আরও বলেন, আব্দুল্লাহ মাদারীপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর বাগানবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। আমাদের ধারণা, যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তারা এ ঘটনা ঘটিয়েছে। তারা হলেন- ডাইল্যা হৃদয়(২০), পিঞ্জিরার রাব্বি (১৯), বিপুল(১৮), মো. ফেরদৌস(২০), চায়না(১৮)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত আব্দুল্লাহ ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’
(ঢাকাটাইমস/২২মার্চ/এফএ)

মন্তব্য করুন