রাজধানীতে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আহত যুবক

রাজধানীর রায়েরবাজারে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ ইসলাম হৃদয় (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আবদুল্লাহর বন্ধু মনির হোসেন জানান, আহত আব্দুল্লাহ কয়দিন আগে কিশোর অপরাধী চক্রের এক কিশোরকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এনিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল তাকে একা পেয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার প্রেমতলা মাজারের সামনে সাত আট জন তাকে ঘিরে ধরে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মনির হোসেন আরও বলেন, আব্দুল্লাহ মাদারীপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর বাগানবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। আমাদের ধারণা, যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তারা এ ঘটনা ঘটিয়েছে। তারা হলেন- ডাইল্যা হৃদয়(২০), পিঞ্জিরার রাব্বি (১৯), বিপুল(১৮), মো. ফেরদৌস(২০), চায়না(১৮)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত আব্দুল্লাহ ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’
(ঢাকাটাইমস/২২মার্চ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

শিক্ষাসফরে বাগানবাড়িতে ছাত্রীর সঙ্গে পরিচয়, এরপর যা করলেন গভর্নিং বডির সদস্য, ভিডিও ভাইরাল

গাজীপুরে বিউটিশিয়ান রুবিনা হত্যার পেছনে দাম্পত্য কলহ, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার: র্যাব

গাজীপুরে বিউটিশিয়ান রুবিনা হত্যায় দুজন গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

ড. ইউনূসের প্যানেল আইনজীবীকে ফোনে হত্যার হুমকি

তেজগাঁওয়ে প্রাইভেটকারে পড়ে ছিল দুই নারী-পুরুষের মরদেহ

ধানমন্ডিতে বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণ: মামলার তদন্তের অগ্রগতি কতদূর?

গাজীপুরে জেএমবির পলাতক সদস্য গ্রেপ্তার

রাজধানীতে এনআই অ্যাক্ট মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
