গরুর মাংস দুবাইয়ে আমদানির পর ৫০০ দেশে উৎপাদনের পর কেন ৭৫০, প্রশ্ন এফবিসিসিআই প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৬:৪৭ | প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৬:৩৬

সাড়ে সাতশ টাকায় গরুর মাংস বিক্রি হবে কেন প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। বলেন, ‘গরুর মাংস আর ব্রয়লার মুরগির দাম কমাতে প্রয়োজনে সরকার আমদানির উদ্যোগ নেবে।’

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই বোর্ড রুমে বৃহস্পতিবার (২৩ মার্চ) এক মতবিনিময় সভায় কথা বলছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট। রোজার মাসে নিত্যপণ্য ও বাজার তদারকি ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।

বাংলাদেশ এখন অভ্যন্তরীন গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশে এত উৎপাদনের পরও কেন বেশি দামে গরুর মাংস বিক্রি হবে প্রশ্ন তোলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট। গরুর মাংস আমদানি করে বিক্রি হয় এমন দেশের তুলনাও টানেন তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, ‘দুবাইয়ে গরু উৎপাদন হয় না। তারা আমদানি বিক্রি করে পাঁচশ টাকা। আর আমাদের এত উৎপাদনের পরও বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা কেন বেশি দামে কিনব?’

ব্রয়লার মুরগির অব্যাহত মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এ নেতা বলেন, ‘ব্রয়লার মুরগি ২৮০ টাকা। সরকার যদি এখন মনে করে আমদানি করলে দাম কম পড়বে, তাহলে আমদানি করবে।’

গরুর মাংস আর ব্রয়লার মুরগির দামকে অস্বাভাবিক হিসেবেই দেখছেন এফ‌বি‌সি‌সিআই প্রেসিডেন্ট। এ খাতের ব্যবসায়ীরা সঠিক মূল্যে দিতে না পারলে বাজার ঠিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানির অনুমতির কথা বলবেন বলেও জানান তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, ‘আমদা‌নি করলে য‌দি বাজারে দাম কমে, তাহলে আমদা‌নিই করতে হবে। মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে না পারলে ইন্ডা‌স্ট্রির কথা চিন্তা করে লাভ নেই।’

মতবিনিময়ে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআই প্রেসিডেন্ট বেশি মুনাফা না করার বিষয়ে আহ্বান রাখেন। বলেন, ‘আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের বলবেন।’

এসময় এফবিসিসিআই প্রেসিডেন্ট জানান, বাজার মনিটরিংয়ে সরকার কঠোর অবস্থানে। বেশি মূল্য রাখলে প্রতিষ্ঠানের লাইসেন্স ও বাজার কমিটি বাতিল করবে সরকার।

এফবিসিসিআই প্রেসিডেন্ট তথ্য দেন, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, খেজুরসহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৩ লাখ মেট্রিক টনের বেশি চিনি রয়েছে, ভোজ্যতেলও চাহিদার তুলনায় বেশি মজুদ আছে। নিত্যপণ্যের সরবরাহে ঘাটতির কোন শঙ্কা নেই।

বাজার স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী ও ভোক্তা সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অবৈধভাবে কেউ যেন দাম বৃদ্ধি না করে, আমরাও সে বিষয়টি মনিটারিং করবো। বাজার স্থিতিশীলা রাখার জন্য ভোক্তাদেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য কিনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।’

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক আহমে বলেন, চিনি ও ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যেপণ্যের সরবরাহ ঠিক আছে। রোজায় দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি কাজী আব্দুল হান্নান অভিযোগ করেন সরকার বিভিন্ন নিত্যপণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে বাজার প্রতিযোগিতামূলক হচ্ছে না। অবৈধ মুনাফা রোধকল্পে বাজারকে প্রতিযোগিতামূলক করা জরুরি। এর জন্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর আহবান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি আমীন হেলালী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

খলিলুর রহমান ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ওমর ফারুক

সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা 

জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ক্যাম্পেইন উদ্বোধন 

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

নারী উদ্যোক্তাদের এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :