‘অভাবের তাড়নায়’ স্ত্রী-সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৮:০৭| আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:১১
অ- অ+

অভাবের তাড়নায় স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সজ্জুন মিয়া নামে একজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জের চুনারুঘাটে আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে লাশ তিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিকাল ৫টার দিকে চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন। ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও সেখানে অবস্থান করছেন।

ওসি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) লাশ বাড়ির পাশে গাছে ঝুলন্ত রয়েছে। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে। সজ্জুল হকের আরো তিন সন্তান জীবিত আছে।

ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। আর সজ্জুল মিয়া একজন হতদরিদ্র লোক। তিনি একা সংসার চালাতে পারছিলেন না। এ জন্য স্ত্রী ও ইয়াছিনকে হত্যার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করতে পারেন।

ওসি রাশেদুল হক জানান, লাশ তিনটির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে। হয়তো তাকেও গলায় রশ্মি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা