রমজানের প্রথম দিনে রাজধানীতে ঝুম বৃষ্টি, কোথাও পড়ল শিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ১৭:৩৯

মুসলমান ধর্মালম্বীদের পবিত্র সিয়াম সাধনার মাসের প্রথম দিন আজ। রমজানের প্রথম দিনে দেশব্যাপী রোজার আবহ চলছে। দিনের প্রথমবেলা থেকেই তাপমাত্রা ছিল তীব্র। দুপুরের পর হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎই নামে ঝুম বৃষ্টি। কোথাও কোথাও ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।

শুক্রবার প্রথম রমজানে জুমার পর ইফতারি তৈরির প্রস্তুতি নেওয়ার কালে নামে বৃষ্টি। রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, বিজয় স্মরণী ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি নামে।

তীব্র তাপমাত্রার মধ্যে হঠাৎ বৃষ্টি স্বস্তি দিলেও রাস্তার পাশের দোকানি, রিকশাওয়ালা ও পথচারীরা বিড়ম্বনায় পড়েন। দ্রুত দোকান ঢাকার জন্য দৌঁড়াদৌঁড়ি শুরু করেন।

এদিন রাজধানীর বেশকিছু এলাকায় ঝড়ো বাতাসে গাছের ঢাল ভেঙে রাস্তায় পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএল/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :