কেরানীগঞ্জে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ২১:৪৩
অ- অ+

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি গোডাউন থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে পুলিশ তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম রাস্তার পূর্ব পাশের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় অবৈধভাবে সরকারি পণ্য রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার কাজীরহাট থানার আম্বার মানিক গ্রামের রাজিব মল্লিক (১৭) ও একই থানার চর সন্তোষপুর গ্রামের খায়রুল ইসলাম (১৬)।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান জানান, বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। গননা চলছে তাই সঠিক কত বস্তা পণ্য- সেটা বলতে পারছি না। এসব বস্তায় চাল, ডাল, চিনি রয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে এখানে এসব পণ্য এসেছে? কারা জড়িত এসব বিষয়ে তদন্ত চলছে।

জানা গেছে, কাওসার হাওলাদার নামে একজন গোডাউন ভাড়া নিয়ে চালের ব্যবসার আড়ালে টিসিবির পণ্য এনে বস্তা পরিবর্তন করে নুরজাহান নামে প্লাস্টিক বস্তা‌য় ভরে বাজারজাত করত।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
কতটা হাঁটলে ঝরবে মেদ, দূরে থাকবে ডায়াবেটিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা