চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন ডিপজল, চাইলেন দোয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩, ১৩:৫০| আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৪:২৯
অ- অ+

চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর গেলেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার (২৪ মার্চ) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ডিপজলের বাম চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেওয়ায় তিনি আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় তিনি সিঙ্গাপুর গিয়েছেন।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসব। চেকআপ শেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি সবার কাছে এই দোয়া চাই।’

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা