ব্রয়লার মুরগি খামার থেকে বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩, ১৯:১১
অ- অ+

ব্রয়লার মুরগির দাম খামার থেকে সর্বোচ্চ ১৯৫ টাকা নির্ধারণ করেছে দেশের বড় চার কোম্পানি। এছাড়া ভোক্তা পর্যায়ে বাজারেও ব্রয়লার মুরগির দাম কমতির দিকে। গত বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা শেষে বড় কোম্পানিগুলো ১৯৫ টাকায় ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেয়। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও।

আফতাব বহুমুখী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান বলেন, ‘দেশের বড় কোম্পানিগুলো ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মেনে ব্রয়লার মুরগি বিক্রি শুরু করেছে।’

শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাতটি দল। অধিদপ্তরের কর্মকর্তারা দেখেছেন অভিযানকালে নিউমার্কেট বাজারে ব্রয়লার মুরগির কেজিপ্রতি ২৪০ থেকে ২৪৫ টাকায় বিক্রি হয়েছে। আর কাপ্তানবাজারে পাইকারিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২১০ টাকার কাছাকাছি।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, পাইকারি বাজারে ব্রয়লার মুরগির কেজিপ্রতি ২০০ টাকার কমে ব্রয়লার মুরগি আসতে শুরু করেছে। ফলে খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম কমে আসবে।

রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির কেজি প্রতি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে এ বাজারে ব্রয়লার মুরগি ২৬০ থেকে ২৯০ টাকায় বিক্রি হয়।

(ঢাকাটাইমস/২৫মার্চ/পিআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা