পূবাইলে স্কুলছাত্রীর আত্মহত্যা

গাজীপুরের পূবাইলে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে জোবাইদা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার পূবাইল থানার মারুকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবাইদা একই এলাকার জাকারিয়ার মেয়ে। সে হারবাইদ স্কুল অ্যান্ড কলেজ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা জানান, বিকালে বাজার থেকে ইফতারি কিনে এনে দেখেন মেয়ের নিজের কক্ষ ভেতর দিয়ে আটকানো। অনেক সময় ডাকাডাকি করার পর দরজা না খোলায় জানালা দিয়ে দেখতে পাই- ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো লাশ ঝুলছে। পরে লোকজন ডেকে ঝুলন্ত লাশ নামানো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মেয়েটি কেন আত্মহত্যা করল পরিবারের কেউ বলতে পারছে না।
পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)

মন্তব্য করুন