ইতালিতে কর্মী নিয়োগের আবেদন কাল থেকে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ১২:২৫| আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:৩৩
অ- অ+

করোনার পর স্বাভাবিক জীবনে ফিরেছে ইতালি। তবে কর্মস্থলগুলোতে চলছে জনবল সংকট। এই সংকট নিরসনে ৮২ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। বিশ্বের ৩৩টি দেশ থেকে এই বিপুল সংখ্যক শ্রমিক নেবে দেশটি। আগামীকাল ২৭ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হচ্ছে।

দেশটিতে দুই শ্রেণীর শ্রমিক নেওয়া হবে। এরমধ্যে মৌসুমি কোটায় নেওয়া হবে ৪৪ হাজার শ্রমিক। আর অমৌসুমি কোটায় ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে।

মৌসুমি কোটায় কৃষিখাতে নেওয়া হবে ২২ হাজার শ্রমিক। নিয়ম অনুযায়ী মৌসুমি শ্রমিকদের ৯ মাসের ভিসা দেওয়া হয়। ভিসার মেয়াদ শেষ হলে ওই শ্রমিকদের নিজ দেশে ফেরত যেতে হবে।

অমৌসুমি কোটায় অবকাঠামো নির্মাণ, খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনার কাজ, ভারি যানবাহনের চালক, জাহাজ নির্মাণ, টেলিযোগাযোগ শ্রমিক নেওয়া হবে। এ ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ইতালি সরকারের কাছে কাগজপত্র পরিষ্কার থাকতে হবে। কোনো ভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। উল্টো ক্ষতির শিকার হতে পাবেন। দালালচক্র থেকেও সতর্ক থাকতে হবে। কারণ এই সুযোগে অনেকেই প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/আরকেএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা