মার্কিন সেনাদের ওপর পাল্টা হামলা চালাবে কাতাইব হিজবুল্লাহ

অতীতের যেকোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমেরিকা নানা অজুহাতে এসব গোষ্ঠীর ওপর প্রায়ই হামলা চালিয়ে এলেও আর ছাড় দিতে রাজি নয় সশস্ত্র গোষ্ঠীগুলো। যার সর্বশেষ প্রমাণ মেলে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায়। এবার ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি এই সংগঠনের যোদ্ধাদের ওপরে হামলা চালানো হয় তাহলে মার্কিন সেনাদের সঙ্গে তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে।
সংগঠনটি বলেছে, যেভাবে সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের ওপর মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে সেভাবে যদি ইরাকে হামলা চালায় তাহলে তার জবাব হবে ‘বিস্ময়কর’।
কাতাইব হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা আবু আলী আল-আসকারি রবিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
লেবাননের আল মায়েদিন টেলিভিশন চ্যানেল ও ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আবু আলী আল-আসকারি সুস্পষ্ট করে বলেছেন, যদি তার সংগঠনের ওপর মার্কিন সেনারা কোনোরকম হামলা চালায় তাহলে তারা মার্কিন সামরিক ঘাঁটির ওপর সরাসরি হামলা চালাবেন।