মার্কিন সেনাদের ওপর পাল্টা হামলা চালাবে কাতাইব হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ২৩:২২
অ- অ+

অতীতের যেকোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমেরিকা নানা অজুহাতে এসব গোষ্ঠীর ওপর প্রায়ই হামলা চালিয়ে এলেও আর ছাড় দিতে রাজি নয় সশস্ত্র গোষ্ঠীগুলো। যার সর্বশেষ প্রমাণ মেলে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায়। এবার ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি এই সংগঠনের যোদ্ধাদের ওপরে হামলা চালানো হয় তাহলে মার্কিন সেনাদের সঙ্গে তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে।

সংগঠনটি বলেছে, যেভাবে সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের ওপর মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে সেভাবে যদি ইরাকে হামলা চালায় তাহলে তার জবাব হবে ‘বিস্ময়কর’।

কাতাইব হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা আবু আলী আল-আসকারি রবিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

লেবাননের আল মায়েদিন টেলিভিশন চ্যানেল ও ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আবু আলী আল-আসকারি সুস্পষ্ট করে বলেছেন, যদি তার সংগঠনের ওপর মার্কিন সেনারা কোনোরকম হামলা চালায় তাহলে তারা মার্কিন সামরিক ঘাঁটির ওপর সরাসরি হামলা চালাবেন।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় একজন ঠিকাদার নিহত ও আমেরিকার পাঁচ সেনা আহত হওয়ার পর প্রতিরোধকামী সংগঠনের কয়েকটি অবস্থানে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। হামলার পর পেন্টাগন এক বিবৃতিতে এমন দাবি করে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি নির্দেশ এই হামলা চালানো হয়েছে। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সম্পর্কযুক্ত যোদ্ধারা নিহত হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর জন্য সিরিয়ার সরকার সমর্থিত প্রতিরোধকামী সংগঠনগুলোকে অভিনন্দন জানিয়েছেন আসকারি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএসটি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা