স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ৬ লাখ ঘুষ! পরাজিত হয়ে নিজেই গেলেন থানায়

ধুনট (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৪:৫৪

বগুড়ার ধুনট উপজেলায় স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি হতে ৬ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে স্বীকার করেছেন পরাজিত প্রার্থী এম এ তারেক হেলাল নামে এক আওয়ামী লীগ নেতা। পরে থানায় গিয়ে করলেন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।

গত রবিবার (২৬ মার্চ) পরাজিত প্রার্থী এম এ তারেক হেলাল বাদী হয়ে এ অভিযোগ করেন। তিনি এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২০ মার্চ) এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ছাত্র অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অভিভাবক সদস্য পদে আব্দুল হান্নান, আরিফুল ইসলাম, আব্দুল হান্নান আকন্দ, ফরহাদ হোসেন, জেসমিন আক্তার এবং শিক্ষক প্রতিনিধি পদে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল পাশা, আব্দুল হানান ও রুনা লায়লা নির্বাচিত হন।

এসব সদস্যের ভোটে ২৫ মার্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক নির্বাচিত হন। তবে বিদ্যালয়ের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এম এ তারেক হেলাল।

জানা গেছে, ম্যানেজিং কমিটির সভাপতি পদে তিন শিক্ষক প্রতিনিধির ভোট দেওয়ার কথা বলে ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এম এ তারেক হেলালের কাছ থেকে শিক্ষক আব্দুল হান্নান ছয় লাখ টাকা নিয়েছেন। কিন্তু টাকা নেওয়ার পরও ভোট না দেওয়ায় নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। এ ঘটনায় পরাজিত প্রার্থী বাদী হয়ে ২৬ মার্চ রাতে শিক্ষক প্রতিনিধি আব্দুল হান্নানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, 'সভাপতি পদে নির্বাচনে পরাজিত হয়ে এম এ তারেক হেলাল আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। তার সঙ্গে ভোটের বিষয় নিয়ে আমার কোনো প্রকার কথা হয়নি।'

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগটির তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :