‘ফেন্সি মাসুদ’ র‌্যাবের হাতে আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৮:৫৬
অ- অ+

বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও চাকুসহ হত্যাসহ একাধিক মামলার আসামি ‘ফেন্সি মাসুদ’ ওরফে মাসুদ রানাকে (৪০) আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

সোমবার দুপুর ২টার দিকে ফরিদপুর-৮ অফিসে এক সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লে. কমান্ডার কেএম শাইখ আকতার।

তিনি জানান, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে আসছে দীর্ঘদিন যাবত। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প কুখ্যাত ফেন্সি মাসুদের বিষয়টি জানতে পারে। পরে সোমবার সকালে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদ ওই এলাকার মৃত আজগর আলী মণ্ডলের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তার মাসুদ একজন কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী এবং একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ মোট ৪টি মামলা রয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক, সন্ত্রাস চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৮ এর এ কোম্পানি কমান্ডার।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
খাদ্য পরিদর্শককে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা