ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দূতাবাসের রাষ্টদূত একেএম সহিদুল করিমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
দূতাবসের প্রথম সচিব মেহেবুব জাম্মানের সঞ্চালনায় ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি ও ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তৃতা করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং উপদেষ্টা রুহুল আমীন কাজল।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে বাঙালির মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস।
দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তার অসমাপ্ত স্বপ্ন পূরণে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সশস্ত্র মুক্তিযুদ্ধে ও স্বাধীনতাযুদ্ধে সকল শহীদের প্রতি জানিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন দূতাবসের প্রেসিডেন্ট সাকিব সাদাকাত।
আলোচনা সভা শেষে ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

রোমে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির গৌরবময় ২০ বছর পূর্তি

প্যারিসের সেরা ক্রীড়া সংগঠক সম্মাননা

জাতিসংঘ সদরদপ্তরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

২০৩৭ সালে ২০তম অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনারে প্রধানমন্ত্রী

জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নোট লিখে ঘর ছাড়ল কিশোর হামজা, লন্ডনের বাঙালি কমিউনিটিতে আতঙ্ক

সুইডেন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবিরকে অব্যাহতি

সুইডেন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিভক্তি

লিসবনে প্রবাসীদের সঙ্গে পর্তুগিজ ইয়ং সোশ্যালিস্ট পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
