ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ২১:৫৬
অ- অ+

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দূতাবাসের রাষ্টদূত একেএম সহিদুল করিমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

দূতাবসের প্রথম সচিব মেহেবুব জাম্মানের সঞ্চালনায় ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি ও ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তৃতা করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং উপদেষ্টা রুহুল আমীন কাজল।

বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে বাঙালির মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস।

দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তার অসমাপ্ত স্বপ্ন পূরণে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সশস্ত্র মুক্তিযুদ্ধে ও স্বাধীনতাযুদ্ধে সকল শহীদের প্রতি জানিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন দূতাবসের প্রেসিডেন্ট সাকিব সাদাকাত।

আলোচনা সভা শেষে ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
শরীয়তপুরে পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
‘জুলাই ঘোষণাপত্র’ খসড়ায় যা আছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা