মধ্যরাতে ব্রিজে গাড়ি আটকে ছিনতাই, ২ যাত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ১১:১৪| আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১১:২৬
অ- অ+

বাগেরহাটের মোংলায় ব্রিজে মধ্যরাতে গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেয়ায় দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মালগাজী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মানিক ব্যাপারী (২৩) ও সউদ খাঁন (৩৬)। তারা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নেসর বাঁশতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মেশিনের তেল ও অন্যান্য বাজার করার জন্য সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রাম থেকে মানিক ব্যাপারী ও সউদ খাঁন মোংলা বাজারে যাচ্ছিলেন। মালগাজী ক্লাবসংলগ্ন এলাকায় গেলে ব্রিজের ওপর একটি ভ্যানগাড়ি রেখে তাদের পথরোধ করে ২-৩ জন ছিনতাইকারী। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাদের মাথায় ইট দিয়ে আঘাত করে ও কুপিয়ে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোংলা থানার এসআই বাহারুল ইসলাম।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা