সিঙ্গাপুরে ডিপজলের অপারেশন সফলভাবে সম্পন্ন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ১৭:১২
অ- অ+

ঢাকাই সিনেমার শক্তিমান খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ডিপজল নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে ডিপজল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে আমার চোখের অপারেশন ভালভাবে হয়েছে। আপনাদের সবার কাছে দোয়া চাই আমি।’

এর আগে ডিপজল জানিয়েছিলেন, ‘বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ার কারণে সিঙ্গাপুর এসেছি। আগামী ৪ এপ্রিল দেশে ফিরবো বলে আশা করছি।’

উল্লেখ্য, সম্প্রতি ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। তার বাম চোখে সমস্যা দেখা দিয়েছিল। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেওয়ায় আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। পুনরায় এ সমস্যা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

এদিকে আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ঈদে সিনেমাটি দর্শক প্রাণভরে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএম/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা