সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি সামরিক কর্মকর্তা নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৯:২৯ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৩, ১৯:২৪

সিরিয়ায় ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি'র) আরেক কর্মকর্তা নিহত হয়েছে। ঘটনার পর ইসরাইলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেল আবিবকে ক্ষেপণাস্ত্র হামলায় দুই সামরিক উপদেষ্টা হত্যার জন্য চড়ামূল্য দিতে হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান।

দুই সেনা কর্মকর্তা হত্যার প্রতিশোধের অঙ্গীকার করে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ভুয়া এবং অপরাধী ইহুদিবাদী সরকার এই ঘৃণ্য অপরাধের জন্য নিঃসন্দেহে প্রতিশোধের মুখে পড়বে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলিদের অবরোধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা সিরিয়ার সার্বভৌমত্ব নিয়মিতভাবে লংঘন করার সাহস পাচ্ছে।

ইসরাইল টানা তিন রাত সিরিয়ার রাজধানীর দামেস্কসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে দামেস্কের হামলায় আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হন।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :