বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিস ডিজির পাঁচ প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:৩১ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৩, ১৬:৩২

ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা ও কর্মীদের মারধরের ঘটনায় পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের কর্মীরা তো নিজের জীবন দিয়ে আপনাদের রক্ষা করেন, তাদেরই কেন আঘাত করা হলো, কারা আঘাত করলো? এই উচ্ছৃঙ্খল লোকজন কারা? কেন তারা এমন আচরণ করল? আমাদের যেসব গাড়ি জাতীয় সম্পদ ও মূল্যবান জীবন রক্ষা করে, সেসব গাড়ি কী উদ্দেশে ভাঙচুর করা হলো? আগুন নেভাতে গিয়ে আমাদের আটজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারপরও কেন আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। বঙ্গবাজার আদর্শ মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো মার্কেটসহ বরিশাল প্লাজায়ও ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে ছয়টা ১০ মিনিটে ২২টি ফায়ার স্টেশনের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘসময় চেষ্টার পর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে সংস্থাটির ৬৫০ জন কর্মকর্তা-কর্মচারি কাজ করেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আটজন আহত হয়েছেন, যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘উচ্ছৃঙ্খল জনতা ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি এবং অধিদপ্তরের ভেতরে প্রবেশ করে ইআরসিসি ভবন ও রিসিপশন ভবন ভাঙচুর করে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করে। বাইরে থেকেও উচ্ছৃঙ্খল লোকজন অধিদপ্তরের ভেতরে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। অগ্নিনির্বাপণের সময়ও আমাদের অনেক কর্মী মারধরের শিকার হন। পরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

তিনি বলেন, ‘আগুন লাগার পরপর বিপুল পরিমাণ মানুষের ভিড়ে অগ্নিনির্বাপণ বিলম্বিত ও বাধাগ্রস্ত হয়।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমাদের কর্মীরা তো নিজের জীবন দিয়ে আপনাদের রক্ষা করেন, তাদেরই কেন আঘাত করা হলো, কারা আঘাত করলো? এই উচ্ছৃঙ্খল লোকজন কারা? কেন তারা এমন আচরণ করল? আমাদের যেসব গাড়ি জাতীয় সম্পদ ও মূল্যবান জীবন রক্ষা করে, সেসব গাড়ি কি উদ্দেশে ভাঙচুর করা হলো?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। এই দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত কমিটি নিরূপণ করবে।’

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এসএস/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :